গাইবান্ধা, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- গাইবান্ধার সাঘাটার চিথুলিয়ার এমপি মোড়ে বুধবার সকালে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই ব্যবসায়ী।
নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটার সজিব ঘোষ ও বগুড়ার গাবতলীর নরউত্তম।
ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টায় সাঘাটা থেকে গাইবান্ধাগামী ট্রাক্টরটি বিপরিত দিক থেকে আসা মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রাক্টরটি ঘটনাস্থলের মোড় অতিক্রমকালে খুবই দ্রুতগতি ছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে।
মটরসাইকেল উদ্ধার ও ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।